উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

নাড্ডার বঙ্গ সফরের মাঝেই বাংলা ভাগের ডাক কার্শিয়াংয়ের বিধায়কের

June 9, 2022 | 2 min read

বাংলা ভাগের ষড়যন্ত্র করছে বিজেপি? দলের একের পর এক বিধায়ক যেভাবে পৃথক রাজ্যের দাবি জানাচ্ছে, তাতে সেরকমটাই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবার পৃথক রাজ্যের দাবিতে সরব হয়েছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। একই সুর শোনা গেল হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়া্র্ডের গলাতেও। যদিও পৃথক রাজ্যের দাবিকে গেরুয়া শিবির সমর্থন করে না বলেই সাফ জানিয়েছেন জেপি নাড্ডা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ।

কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, ‘‘বাংলার মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন আমরা আমাদের গোর্খা সম্প্রদায়ের জন্য এই দাবি আদায় করেই ছাড়ব। উনি নিজের চোখেই তা দেখে যাবেন। আমরা উত্তরের বিভিন্ন জনজাতির স্বার্থে তাদের নিয়েই আন্দোলন করব। উনি যাই বলুন না কেন পাহাড়-সহ গোটা উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে। তাই পৃথক রাজ্যের প্রয়োজন রয়েছে।’’

পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সরব হয়েছেন হামরো পার্টির অজয় এডওয়ার্ডও। তিনি বলেন, ‘‘গোর্খাল্যান্ড আমাদের ন্যায্য দাবি। আমি স্বপ্ন দেখি একদিন আমাদের পৃথক রাজ্য হবেই। সে কারণে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের দাবি সরকারের কাছে তুলে ধরব। কিন্তু পাহাড়ে কোনওরকম অশান্তি বা সশস্ত্র আন্দোলন করা হবে না। জিটিএ’র মাধ্যমেই আমরা গোর্খাল্যান্ডের দাবি আরও জোরালো করব।’’

বুধবারও জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় বাংলা ভগের ডাক দেন। তিনি বলেন, যদি রাজ্য করতেই হয় তাহলে পৃথক উত্তরবঙ্গ রাজ্য করা হোক। সাংসদের দাবি, উত্তরবঙ্গে কামতাপুরি ছাড়াও বাঙালি, রাজবংশি, গোর্খা, আদিবাসী সহ বহু জনজাতি বাস করেন। তাই পৃথক রাজ্য হলে শুধু কামতাপুরি রাজ্য নয়, উত্তরবঙ্গ রাজ্য করাই ভালো।

শুধু পৃথক উত্তরবঙ্গের দাবিই নয়, পৃথক রাঢবঙ্গের দাবিতেও সুর চড়িয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

গত মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেএলও নেতা জীবন সিংহ’র পৃথক রাজ্যের দাবি প্রসঙ্গে বলেন, “বাংলা ভাগ না করলে আমায় মেরে ফেলবে বলছে, আমার বুকে বন্দুক ঠেকিয়ে দেখাক। আমিও জানি কীভাবে বন্দুকের নল ভোঁতা করতে হয়।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Kurseong, #bishnu prasad sharma, #West Bengal, #bjp, #JP Nadda

আরো দেখুন