দেশজুড়ে প্রতিবাদের মাঝেই নূপুরকে তলব মুম্বই পুলিশের, আরও বিপাকে বিজেপি নেত্রী
তাঁর মন্তব্যের জেরে দেশজুড়ে জ্বলছে আগুন। বিদেশে মুখ পুড়েছে ভারতের। এবার বিপদ বাড়ল বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র নূপুর শর্মার। বিজেপি নেত্রীকে এ বার তলব করল মুম্বই পুলিশ। আগামী ২৫ জুন নূপুরকে হাজিরা দিতে হবে পুলিশের কাছে। বিতর্কিত মন্তব্য মামলায় তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
২৫ জুন সকাল ১১টায় মুম্বই পুলিশের কাছে নূপুরকে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায় নূপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই এই মামলায় ব্যবস্থাগ্রহণ করেছে মুম্বই পুলিশ যে বেসরকারি সংবাদ চ্যানেলের আলোচনা সভায় এই আপত্তিকর মন্তব্য করেছিলেন নূপুর, তার ভিডিয়ো ফুটেজ চেয়ে পাঠিয়েছে পুলিশ।
ইতিমধ্যেই নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। নূপুরকে গ্রেপ্তারির দাবি উঠেছে বিভিন্ন মহলে। যদিও তাৎপর্যপূর্ণভাবে নূপুর কাণ্ডে নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।