বিনোদন বিভাগে ফিরে যান

চেতনার মাত্রা কমছে, অতি সঙ্কটে তরুণ মজুমদার! চিন্তায় চিকিৎসকরা

June 22, 2022 | < 1 min read

উদ্বেগ বাড়ছে প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদারের (Tarun Majumdar) শারীরিক অবস্থা নিয়ে। তাঁর চেতনার মাত্রা ক্রমশ কমছে। যার ফলে বাড়ছে আচ্ছন্নভাব। ধরা পড়েছে সেপ্টিসেমিয়া। এই সমস্ত কারণেই চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।

যকৃতের সমস্যায় ভুগছেন ৯২ বছর বয়সী পরিচালক। সাথে জুড়েছে ফুসফুসের সমস্যা। ডায়াবেটিসও রয়েছে তাঁর। চিকিৎসকদের একটি দল পরিচালককে পর্যবেক্ষণে রেখেছেন। এর মধ্যে রয়েছেন চেস্ট মেডিসিনের চিকিৎসক সোমনাথ কুণ্ডু, মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, নেফ্রলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, নিউরো মেডিসিনের চিকিৎসক বিমান রায়।

ন্যাজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে তরুণবাবুকে। প্রতি মিনিটে ৪-৬ লিটার অক্সিজেন দেওয়াও হচ্ছে তাঁকে। রাইলস টিউব দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে পরিচালককে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tarun Majumdar

আরো দেখুন