বিশৃঙ্খলার সৃষ্টির আশঙ্কা, মুম্বই শহরে ১৪৪ ধারা জারি
গতকালই মহারাষ্ট্রের রাজ্য পুলিস সমস্ত থানার উদ্দেশে চূড়ান্ত সতর্কতা জারি করে।

চলতি রাজনৈতিক সঙ্কট ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে মাথায় রেখে শনিবার মুম্বই শহরে ১৪৪ ধারা জারি করা হল । গতকালই মহারাষ্ট্রের রাজ্য পুলিস সমস্ত থানার উদ্দেশে চূড়ান্ত সতর্কতা জারি করে।
ইতিমধ্যে শিবসেনা সমর্থকরা কয়েকটি জায়গায় বিক্ষুব্ধ বিধায়কদের অফিসে হামলা চালিয়েছে বলে খবর। ভাঙচুর চালানো হয়েছে এক বিজেপি নেতার অফিসেও। শনিবার পুণেতে বিদ্রোহী বিধায়ক তানাজি সাওয়ান্তের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। পুণে শহর শিবসেনার প্রধান সঞ্জয় মোরে হুমকি দিয়েছেন, কাউকে আর রেয়াত করা হবে না। যে সব বিক্ষুব্ধ বিধায়ক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে সমস্যায় ফেলেছেন, তাঁদের সঙ্গে এরকম ব্যবহারই করা হবে। তাঁদের অফিস আক্রান্ত হবে। কেউ ছাড় পাবেন না।
এরমধ্যেই এদিন একনাথ শিন্ডে থানেতে তাঁর অনুগামীদের পথে নেমে প্রতিবাদ করার নির্দেশ দিয়েছেন। যদিও তাতে কার্যত কোনও সাড়া মেলেনি। এতদিন ঠান্ডা থাকার পর মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। দুই শিবিরের হুমকি, পাল্টা হুমকির জোরে উত্তেজনার পারদ চড়ছে। এখনও বড় ধরনের ঝামেলা হলে পুলিস উদ্ধব সমর্থকদের পাশেই থাকবে, কারণ তার হাতেই পুলিস, প্রশাসন সব কিছু।