অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই সাফল্য, আয়ারল্যান্ডকে হারাল হার্দিকের Team India

এদিন ঋতুরাজ গায়কোয়াড় এর বদলে ওপেন করতে নামেন হুদা। পরপর দুই বলে ঈশান ও সূর্যকুমার যাদব ফিরে যান প্যাভেলিয়নে।

June 27, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ছবি সৌঃ BCCI

Team India-র অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই কামাল হার্দিক পান্ডিয়ার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটে জিতে দুই ম্যাচের T-20 সিরিজে ১-০ এগিয়ে ভারত।

বৃষ্টির কারণে ম্যাচ কমে দাঁড়িয়েছিল ১২ ওভারের। প্রথমে ব্যাট করে হ্যারি টেক্টরের (৩৩ বলে অপরাজিত ৬৪) আক্রমণাত্মক ইনিংসের সুবাদে চার উইকেটে ১০৮ রানে থেমেছিল আয়ারল্যান্ড। জবাবে দীপক হুদার অপরাজিত ৪৭ রানের সুবাদে ৯.২ ওভারে লক্ষ্যে পৌঁছয় টিম ইন্ডিয়া (১১১-৩)।

এদিন ঋতুরাজ গায়কোয়াড় এর বদলে ওপেন করতে নামেন হুদা। পরপর দুই বলে ঈশান ও সূর্যকুমার যাদব ফিরে যান প্যাভেলিয়নে। এরপর হুদা-হার্দিক জুটি ৬৪ রান করে দলকে চাপমুক্ত করেন। ২৯ বলে হুদা নট আউট থাকেন ৪৭ রানে। ভারতীয় বোলারদের মধ্যে ভুবি, হার্দিক, আভেশ ছাড়াও উইকেট নেন যুজবেন্দ্র চাহাল।

মঙ্গলবার সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen