কাঁথির অধিকারী পরিারের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন সুদীপ্ত সেন

তাঁর অভিযোগ টাকা নিয়েছিলেন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীও।

June 30, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে দাঁড়িয়ে ফের কাঁথির অধিকারী পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সুদীপ্ত সেন। এদিন ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়েছিল সারদাকর্তাকে। আদালতে ঢোকার আগে তিনি বলেন, ‘‘আমি শুধু শুভেন্দু অধিকারী নয়, এর আগের চিঠিতে মুকুল রায়, অধীর চৌধুরীর নাম নিয়েছি। দ্বিতীয় চিঠিতে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করেছি।’’

সুদীপ্ত সেনের দাবি, ‘‘শুভেন্দু অধিকারী অনেকভাবে টাকা তুলেছে। কন্টাইতে (কাঁথি) আমাদের একটাই হাইরাইজ (বহুতল) করার জন্য কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিলাম। সমস্ত কাজকর্ম করালেন। লেবার হাটের কাজ যখন শেষ করলাম তারপরেও তিনি আমাদের প্ল্যান পাশ করাননি।’’ তিনি আরও দাবি করেন, ‘‘আগেও ৯০ লক্ষ টাকা নিয়েছিলেন। কন্টাই পুরসভায় টাকা জমা করেছিলাম।’’

তাঁর অভিযোগ টাকা নিয়েছিলেন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen