ফের সঙ্কটজনক তরুণ মজুমদার, রাখা হল ভেন্টিলেশনে
তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা।
July 3, 2022
|
< 1 min read
Authored By:

ফের ভেন্টিলেশনে রাখা হল বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদারকে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তরুণবাবুর রক্তচাপের মাত্রা যেমন কম রয়েছে, তেমনই কম রয়েছে শরীরে অক্সিজেনের স্যাচুরেশন মাত্রা। ফলে আজ রবিবার দুপুরে তাঁকে ভেন্টিলেশনে রাখতে বাধ্য হন চিকিৎসকেরা।
এই মুহূর্তে আংশিকভাবে স্বাভাবিক নিয়মে ও আংশিকভাবে ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমেই তিনি শ্বাস নিতে পারছেন বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।