হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

তরুণদা নিজেই একটা ইন্ডাস্ট্রি ছিলেন: শতাব্দী রায়

July 4, 2022 | < 1 min read

শেষ নিশ্বাস ত্যাগ করলেন তরুণ মজুমদার। বয়স হয়েছিল ৯১ বছর। কিডনি এবং হৃদ্‌যন্ত্রের সমস্যায় দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক। প্রায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু শেষরক্ষা হল না। না ফেরার দেশে পারি দিলেন পরিচালক।

তরুণ মজুমদারের প্রয়াণের পর দৃষ্টিভঙ্গির সাথে পরিচালক সম্পর্কে কথা বলতে গিয়ে স্মৃতিমেদুর হয়ে পড়েন অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায়। তিনি বলেন, আজ খুবই মন খারাপের দিন। এতদিন আমরা শুনছিলাম উনি অসুস্থ, কিন্তু আশা করছিলাম হয়তো উনি ফিরে আসবেন। ওঁর চলে যাওয়াটা শুধু বাংলা সিনেমাজগৎ নয়, দর্শকদের জন্যও বিরাট ক্ষতির। উনি নিজেই একটা ইন্ডাস্ট্রি ছিলেন।

আর কী বললেন শতাব্দী রায়? শুনে নিন:

https://youtu.be/G0oceQWiOjo
TwitterFacebookWhatsAppEmailShare

#Tarun Majumdar, #satabdi roy

আরো দেখুন