হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

তরুণ মজুমদার রবি ঠাকুরের গানকে মানুষের হৃদয়ের পৌঁছে দিয়েছিলেন: অরুন্ধতী হোম চৌধুরী

July 4, 2022 | < 1 min read

শেষ নিশ্বাস ত্যাগ করলেন তরুণ মজুমদার। বয়স হয়েছিল ৯১ বছর। কিডনি এবং হৃদ্‌যন্ত্রের সমস্যায় দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক। প্রায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু শেষরক্ষা হল না। না ফেরার দেশে পারি দিলেন পরিচালক।

তরুণ মজুমদারের প্রয়াণের পর দৃষ্টিভঙ্গির সাথে পরিচালক সম্পর্কে কথা বলতে গিয়ে স্মৃতিমেদুর হয়ে পড়লেন সঙ্গীতশিল্পী অরুন্ধতী হোম চৌধুরী। তরুণবাবুর সাথে বহু ছবিতে কাজ করেছেন তিনি। দৃষ্টিভঙ্গিকে তিনি বলেন, উনি আমাদের অভিভাবকের মত ছিলেন। ভীষণ স্নেহ করতেন আমাদের। উনি আমাদের বাড়ির মানুষ হয়ে গিয়েছিলেন। একদম কাজপাগল মানুষ ছিলেন।

তাঁর কথায়, বড় শূন্য লাগছে। লকডাউনের সময় রোজ ফোন করতেন। ঘন্টার পর ঘন্টা কথা হত। সিনেমায় কীকরে গান ব্যবহার করতে হয়, ওঁর থেকে শেখা উচিত। বিশেষ করে রবি ঠাকুরের গান। উনি গানকে মানুষের হৃদয়ের মধ্যে নিয়ে যেতে পারতেন।

শুনুন অরুন্ধতী হোম চৌধুরীর স্মৃতিচারণা:

TwitterFacebookWhatsAppEmailShare

#Tarun Majumdar, #Arundhati Holme Chowdhury

আরো দেখুন