সব জটিলতা কাটিয়ে সোমবার উদ্বোধন হবে শিয়ালদহ পর্যন্ত মেট্রোর, ব্রাত্য মমতাই!
অবশেষে ১৪ জুলাই, বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে শিয়ালদহ পর্যন্ত মেট্রোর যাত্রী পরিষেবা। এদিন থেকেই যাত্রীরা মেট্রোতে করে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে পৌঁছে যেতে পারবেন। ১১ জুলাই, সোমবার উদ্বোধন হবে শিয়ালদহ মেট্রো স্টেশনের।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে শিয়ালদহ মেট্রোর উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। যদি তাঁর কাছ থেকে এখনও চূড়ান্ত সম্মতি আসে নি।
তবে মেট্রোর এই উদ্বোধন ঘিরে শুরু হয়েছে। তৃণমূলের দাবি, এই মেট্রো প্রকল্পের সূচনা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন। সেই মমতাই এখন বাংলার মুখ্যমন্ত্রী। তৃণমূলের দাবি, সোমবার মেট্রোপথের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বাংলার মুখ্যমন্ত্রীকে।
মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন, রেল সেফটি কমিশনারের ছাড়পত্র মিলেছে প্রায় সাড়ে তিনমাস আগেই। এই সময়কালে তাঁরা ট্রেন চালানোর জন্য সবদিক থেকে প্রস্তুত ছিলেন। কিন্তু রেলমন্ত্রক থেকে সবুজ সংকেত মেলেনি। তাই যাত্রীদের জন্য খুলে দেওয়া যায়নি এই স্টেশন। যাবতীয় জটিলতা মিটিয়ে সোমবার উদ্বোধন হবে শিয়ালদহ মেট্রোর।