দেশ বিভাগে ফিরে যান

মোদী সরকারের সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের নিদান NCAER রিপোর্টে

July 14, 2022 | < 1 min read

মোদী সরকারের সবচেয়ে বড় আর্থিকনীতি হল বেসরকারিকরণ। এবার মোদী সরকারের সুরেই সুর মিলালো ন্যাশনাল কাউন্সিল অব অ্যাপ্লায়েড ইকনোমিক রিসার্চ। নিজেদের রিপোর্টে এক চাঞ্চল্যকর দাবি করেছে NCER; তারা জানাচ্ছে দেশবাসীর কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর নির্ভরযোগ্য বিকল্প হিসেবে বেসরকারি ব্যাঙ্কগুলো জায়গা করে নিচ্ছে।

এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ন্যাশনাল কাউন্সিল অব অ্যাপ্লায়েড ইকনোমিক রিসার্চ মোদী সরকারকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ব্যাতিত বাকি সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ করার নিদান দিয়েছে। পুনম গুপ্তা ও অর্থনীতিবিদ অরবিন্দ পানাগরিয়া ওই রিপোর্টটি প্রস্তুত করেছেন। রিপোর্ট প্রস্তুতকারক দুজনের মতে, বেসরকারি ব্যাঙ্কগুলি ক্রমশ বাজার দখল করছে। ওই রিপোর্ট অনুযায়ী, এসবিআই ছাড়া প্রায় সবচেয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অবস্থাই নাকি খারাপ। ঋণ পরিশোধের পরিমাণ ক্রমশ কমছে, অন্যদিকে সংস্থা চালানোর খরচ গগনচুম্বী। রিপোর্টে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিতে সরকারের অংশীদারিত্ব থাকায় আরবিআইও নাকি সংস্কারের পথে এগোতে পারছে না।

ন্যাশনাল কাউন্সিল অব অ্যাপ্লায়েড ইকনোমিক রিসার্চের সমীক্ষা বলছে ব্যবসা বাড়াতে একাধিক নীতি প্রয়োগ করেও সরকারি ব্যাঙ্কগুলো লাভের মুখ দেখেনি। তাই বেসরকারিকরণকেই একমাত্র পথ বলে মনে করছে NCER। কোন কোন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উপর বেসরকারিকরণের কোপ পড়বে, তাও রিপোর্টে বলা হয়েছে। যে সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে সরকারের অংশীদারিত্ব কম, তাদেরকেই বেসরকারিকরণের পথে নিয়ে যাওয়া হবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#banks, #Privatisation, #modi govt, #Ncer report

আরো দেখুন