প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সাথে প্রণয় বন্ধনে আবদ্ধ হলেন ললিত মোদী?
July 14, 2022 | < 1min read
প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনকে বিয়ে করে চলেছেন প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদী? বৃহস্পতিবার সন্ধেবেলা ললিত মোদী একটি টুইট করেন, যেখানে তিনি লিখেছেন, #betterhalf সুস্মিতা সেনকে নিয়ে সার্ডিনিয়া এবং মালদ্বীপে বেড়ানোর পর লন্ডনে ফিরেছেন। নতুন জীবন শুরু করছেন। পোস্ট করেছেন তাঁর এবং সুস্মিতার কিছু ছবিও।