রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ, বুস্টার নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণের
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ২,৮৩৯ জন।
Authored By:

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ২,৮৩৯ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৬৮ হাজার ১৯৯। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনার বলি ৬ জন।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২৭১ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৬ হাজার ৩১৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭.৪৯ শতাংশ।
একদিনে ১৫ হাজার ৭২৮টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১৮.০৫ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৩ লক্ষ ৪৩ হাজার ১২০ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ৪৬ লক্ষ ৬৮ হাজার ১১৭ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।