কলকাতায় ফের উঠতি মডেলের রহস্যমৃত্যু, এবার বাঁশদ্রোণীতে

সূত্রের খবর, মৃতার নাম পূজা সরকার। গত ছ’মাস ধরে বাঁশদ্রোণী থানার কাছে একটি ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন তিনি। আজ সেই ফ্ল্যাটেই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর দেহ। তাঁর গলায় গামছা জড়ানো ছিল।

July 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতার বুকে ফের তরুণীর রহস্যমৃত্যু। বাঁশদ্রোণী অঞ্চলের এক বহুতল থেকে উদ্ধার করা হল তাঁর ঝুলন্ত দেহ। পড়শিদের দাবি, ওই তরুণী ছিলেন উঠতি মডেল।

সূত্রের খবর, মৃতার নাম পূজা সরকার। গত ছ’মাস ধরে বাঁশদ্রোণী থানার কাছে একটি ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন তিনি। আজ সেই ফ্ল্যাটেই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর দেহ। তাঁর গলায় গামছা জড়ানো ছিল।

এই ঘটনাকে আত্মহত্যা বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। যদিও ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

পল্লবী, বিদিশা, মঞ্জুষা, সরস্বতীর পর ফের উঠতি মডেলের রহস্যমৃত্যুতে কলকাতাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। পূজা সরকার নামে ওই তরুণী সদ্যই মডেলিংয়ের জগতে পা রেখেছিলেন। আসলে গাইঘাটার বাসিন্দা পূজা। গোবরডাঙা হিন্দু কলেজের ছাত্রী তিনি। স্থানীয়রা জানান, ওই ফ্ল্যাটে পূজা ছাড়াও থাকতেন আরেক তরুণী। মাঝেমধ্যেই দুই তরুণকেও আসাযাওয়া করতে দেখা যেত।

শনিবার রাতে পূজা একটি ঘরের দরজা বন্ধ করে দেন। বহুবার ডাকাডাকি করেও সাড়াশব্দ পাওয়া যায়নি। আরেক তরুণী বাধ্য হয়ে বহুতলের অন্যান্য আবাসিকদের ডাকাডাকি করতে শুরু করেন। প্রতিবেশীরা জড়ো হয়ে যান। দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢোকেন তাঁরা। দেখে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাখা থেকে ঝুলছেন পূজা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen