দেশ বিভাগে ফিরে যান

দেশে জমে আছে ৬ কোটি মামলা, বাকবিতন্ডায় আইনমন্ত্রী, প্রধান বিচারপতি

July 22, 2022 | < 1 min read

লোকসভায় কেন্দ্রের তথ্য অনুযায়ী ৭২ হাজারের বেশি মামলার নিষ্পত্তি এখনও হয়নি শুধুমাত্র সুপ্রিম কোর্টে। এদিকে দেশজুড়ে প্রায় ৬ কোটি মামলা ঝুলে রয়েছে নিষ্পত্তি না হয়ে।

এদিকে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামনার মধ্যে মতান্তর দেখা গেছে বকেয়া মামলা বনাম বিচারবিভাগের শূন্যপদের অভিযোগ নিয়ে। আইনমন্ত্রী কিছুদিন আগে এক অনুষ্ঠানে বলেছিলেন দেশে কোটি কোটি মামলা বকেয়া হয়ে পড়ে আছে তা বিচারবিভাগকে ভেবে দেখতে হবে। এই বক্তব্যের পালটা জবাব দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি। প্রশ্ন তুলেছিলেন, কেন বিচারবিভাগে কেন নিয়োগ হচ্ছেনা না? শূন্যপদ থেকে যাচ্ছে কেন?

এর পরই বৃহস্পতিবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে রিজিজু জানান, বিচারবিভাগের অধীনেই মামলার নিষ্পত্তি হওয়ার দায়িত্ব। তিনি জানান, পয়লা জুলাই ২০২২ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টে বকেয়া মামলার সংখ্যা ৭২,০৬২। হাইকোর্টগুলিতে বকেয়া মামলার সংখ্যা ৫৯, ৪৫,৭০৯। জেলা ও নিম্ন আদালতে ৪,১৯,৭৯,৩৫৩।

TwitterFacebookWhatsAppEmailShare

#N V Ramana, #supreme court, #kiren rijiju

আরো দেখুন