৬ মাসের মধ্যে রাজ্যে সমস্ত ১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের নির্দেশ গ্রিন ট্রাইবুনালের
এবার গোটা রাজ্যের ক্ষেত্রে আগামী ৬ মাসের মধ্যে সমস্ত ১৫ বছরের পুরনো ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ি বাতিলের নির্দেশ দিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। এছাড়াও বিএস-৪-এর গাড়ি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে দূষণ নিয়ন্ত্রণের জন্য গ্রিন ট্রাইবুনালের পক্ষ থেকে। কলকাতা ও হাওড়ায় চলবে এবার বিএস-৪-এর বদলে বিএস-৬ গাড়ি চালাতে হবে, নির্দেশ ট্রাইবুনালের। এছাড়াও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে, মাইক বাজানোর ক্ষেত্রে ‘শব্দ দূষণ রুখতে হোক সাউন্ড লিমিটার’ বসাতে নির্দেশ দিয়েছে গ্রিন ট্রাইবুনাল। এই কাজের জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে অ্যাকশন প্ল্যান তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগেও ১৫ বছরের পুরনো ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ি বাতিলের নির্দেশ দিয়েছিল ট্রাইবুনাল। কিন্তু সেই নির্দেশ কার্যকর করার জন্য কোনও নির্দিষ্ট সমসয়সীমা ছিল না। মঙ্গলবার সেই নির্দেশের উল্লেখ করে সময়সীমা বেঁধে গোটা রাজ্যের ১৫ বছরের পুরনো সমস্ত গাড়ি তথা বিএস-৪ ইঞ্জিনের সমস্ত গাড়ি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।