T-20 ম্যাচ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে কাঁপল কাবুলের স্টেডিয়াম
Shpageeza Cricket League-এ বন্দে আমির ড্রাগনস এবং পামির জালমির মধ্যে সেই সময় খেলা চলছিল।
Authored By:

বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের স্টেডিয়াম। আজ আলোকোজে কাবুল আন্তর্জাতিক ক্রিকেট মাঠে আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ম্যাচ চলাকালীন আত্মঘাতী হামলা চালায় জঙ্গীগোষ্ঠীরা।
Shpageeza Cricket League-এ বন্দে আমির ড্রাগনস এবং পামির জালমির মধ্যে সেই সময় খেলা চলছিল। এই ঘটনায় দুই দলের ক্রিকেটাররা বাঙ্কারে দ্রুত আশ্রয় নেন। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায় নি। বোমা বিস্ফোরণ মাত্রই স্টেডিয়ামে হুলুস্থুল পড়ে যায়। আতঙ্কিত দর্শকরা নিজেদের নিরাপত্তার তাগিদে ছোটাছুটি শুরু করে দেন। জানা গিয়েছে, এই ম্যাচে উপস্থিত ছিলেন রাষ্ট্রপুঞ্জের একাধিক আধিকারিকও।
প্রসঙ্গত, তালিবানিদের বিরোধিতায় ইসলামিক স্টেট জঙ্গীগোষ্ঠী একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে। সম্প্রতি মে মাসে কাবুল ও মাজার-ই-শরিফ শহরে ভয়ংকর হামলায় ১৪ জনের প্রাণ যায় এবং আহত হন ৩২ জন।