আজই কি বড়সড় রদবদল রাজ্য মন্ত্রিসভায়? জল্পনা নবান্ন-সহ নানা মহলে
সোমবার কি বড়সড় রদবদল হতে চলেছে রাজ্য মন্ত্রিসভায়? রাজ্য-রাজনীতির অলিন্দে এইটাই এখন সবচেয়ে বড়ো প্রশ্ন। আজ কয়েক ঘণ্টা পরেই সেই প্রশ্নের উত্তর মিলতে চলেছে, রাজনীতিক মহলের সেটাই আশা।
সার্বিকভাবে যে পুরো মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঝাঁকুনি দেবেন, তার ইঙ্গিত মিলেছে। তবে বর্তমান ক্যাবিনেটে মন্ত্রীদের মধ্যে দপ্তর অদলবদল কতটা কি হবে বা কোন কোন নতুন মুখ মন্ত্রিসভায় আস্তে পারেন, এসব নিয়েই চলছে জল্পনা, যার ছবি সোম-মঙ্গলবারের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।
পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর তিনটি দপ্তর এখন রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। মুখ্যমন্ত্রী গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছেন, নতুন করে মন্ত্রিসভা সাজানো হবে। ফলে সেই নিরিখেই রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে মন্ত্রিসভায় রদবদল নিয়ে। আজ, সোমবার সে সম্পর্কে কোনও তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও আজ ক্যাবিনেট বৈঠক রয়েছে।
সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে। ফলে পঞ্চায়েত ও কৃষি দপ্তর নিয়ে আলোচনা চলছে সবার আগে। এই মুহূর্তে পঞ্চায়েত মন্ত্রী রয়েছেন পুলক রায়। তাঁর হাতে রয়েছে জনস্বাস্থ্য কারিগরী বিষয়ক গুরুত্বপূর্ণ দপ্তর। এছাড়াও কৃষিমন্ত্রী রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। পঞ্চায়েত ও কৃষি দপ্তরে বর্তমান মন্ত্রীদের হাতে থাকে কি না, সেটাই দেখবার।
অন্যদিকে, সুব্রত মুখোপাধ্যায়, সাধন পান্ডের মৃত্যুর পর তাঁদের দপ্তরগুলি অন্য মন্ত্রীদের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের দপ্তরগুলি রয়েছে। এর মধ্যেপরিষদীয় বিষয়ক দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেখানে নতুন মুখ আনা হতে পারে বলে খবর। বাকি দপ্তরগুলো কার হাতে যেতে পারে, সেই নিয়েও চলছে জল্পনা।