রাজ্য বিভাগে ফিরে যান

শর্তসাপেক্ষ অনুমোদন পেল বাংলার নতুন ৫ মেডিক্যাল কলেজ

August 2, 2022 | < 1 min read

বাংলার নয়া ছয় মেডিক্যাল কলেজ হাসপাতালের মধ্যে পাঁচটির প্রাথমিক পর্যায়ে শর্তসাপেক্ষ অনুমোদন মিলল। স্বাস্থ্যভবনে উলুবেড়িয়া, বারাসত, আরামবাগ, তমলুক ও জলপাইগুড়ি, এই ৫ মেডিক্যাল কলেজের লেটার অব ইনটেন্ট এসে গিয়েছে। কেবল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অনুমোদন পাওয়ার অপেক্ষা।

মেডিক্যাল কলেজে পড়ুয়া ভর্তির ক্ষেত্রে লেটার অব পারমিশনের প্রয়োজন হয়। সোমবার ১ আগস্ট স্বাস্থ্যদপ্তরের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডাঃ অনিরুদ্ধ নিয়োগীর কথায়, ৫ কলেজের এলওআই এসে গিয়েছে। কাজ এগিয়েও গিয়েছে। তারা আশা করছেন, শীঘ্রই তারা এলওপিও পেয়ে যাবেন। ফলে আশা করা হচ্ছে, নিট উত্তীর্ণ পড়ুয়াদের বাংলায় পড়ার সুযোগ আরও বৃদ্ধি পাবে।

নতুন ছয়টি মেডিক্যাল কলেজের প্রত্যেকটিতে ১০০টি করে এমবিবিএস আসন থাকবে, বলে জানা যাচ্ছে। সবগুলি পড়ুয়া ভর্তির অনুমোদন পেলে, বাংলায় রাজ্য পরিচালিত মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়ে ২৩টিতে পৌঁছবে। ফলে রাজ্যে ডাক্তারির মোট আসন সংখ্যা বেড়ে ৩৫০০ হবে। এছাড়াও রাজ্যের অন্য সাত বেসরকারি মেডিক্যাল কলেজ মিলিয়ে এমবিবিএসের ১০০০টি আসন থাকবে। কল্যাণী এইমসের ১২৫টি এবং ইএসআই জোকার ১২৫টি আসন মিলিয়ে বাংলার সর্বমোট এমবিবিএস আসন সংখ্যা বেড়ে ৪,৭৫০ হতে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Medical college, #State govts

আরো দেখুন