দেশ বিভাগে ফিরে যান

মূল্যবৃদ্ধি: ‘পেনসিল চাইলে মা মারে, আমি কী করব?’ প্রধানমন্ত্রীকে চিঠি ক্ষুদের

August 2, 2022 | < 1 min read

মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল অবস্থা দেশবাসীর। দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রেই মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে। বাদ যাচ্ছে না ছোটরাও। তাদের ছোট ছোট আবদার মেটাতে নাকাল হতে হচ্ছে বাবা-মায়েদের। বায়না করলেই মিলছে বকাঝকা।


সংসদের চলতি বাদল অধিবেশনও মূল্যবৃদ্ধির ইস্যুতে উত্তাল।


এবার এই সমস্যার কথা স্বয়ং দেশের প্রধানমন্ত্রীকে জানিয়ে সংবাদের শিরোনামে চলে এসেছে উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা, প্রথম শ্রেণির পড়ুয়া কৃতী দুবে। মূল্যবৃদ্ধির জেরে হওয়া তার ভোগান্তির কথা চিঠি লিখে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ইতিমধ্যেই সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


ছ’ বছরের এই পড়ুয়া মোদীকে ‘নালিশ’ করে জানিয়েছে, ‘আমার নাম কৃতী দুবে। ক্লাস ওয়ানে পড়ি। মোদীজি, জিনিসপত্রের দাম খুব বেড়ে গিয়েছে। এমনকী, আমার পেনসিল-রাবারও দামি হয়ে গিয়েছে। ম্যাগির দামও বেড়ে গিয়েছে। এখন নতুন পেনসিল চাইলে মা মারে। আমি কী করব? অন্য বাচ্চারা যে আমার পেনসিল চুরি করে নেয়।’


মেয়ের এই কীর্তি নেটমাধ্যমে ভাইরাল হয়ে পড়ায় কিছুটা লজ্জিত কৃতীর বাবা, বিশাল। পেশায় আইনজীবী বিশালের প্রতিক্রিয়া, ‘‘বলতে পারেন, এটা আমার মেয়ের মন কি বাত। দিন কয়েক আগে স্কুলে পেনসিল হারিয়ে ফেলায় মেয়েকে বকেছিল মা। তখনই বলেছিল, জিনিসপত্রের কত দাম বেড়ে গিয়েছে। সেই বিষয়ে ক্ষোভ জানাতেই প্রধামন্ত্রীকে চিঠি লিখেছে মেয়ে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#inflation, #Kriti Dubey, #Pencil, #student, #letter, #price hike, #PM Modi

আরো দেখুন