কমনওয়েলথ গেমসে লন বলে জিতে ভারতকে চতুর্থ সোনা এনে দিল মেয়েরা
মঙ্গলবার লন বলের প্রতিযোগিতায় ঐতিহাসিক জয় এনে দিল ভারতের চতুর্থ সোনার মেডেল।
August 2, 2022
|
< 1 min read
Authored By:

২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসের দলগত প্রতিযোগিতায় সোনা পেল ভারতের মেয়েরা। মঙ্গলবার লন বলের প্রতিযোগিতায় ঐতিহাসিক জয় এনে দিল ভারতের চতুর্থ সোনার মেডেল।
ভারতের মেয়েরা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করল ১৭-১০ ব্যবধানে। ভারতের এই সোনাজয়ী দলের সদস্য ছিলেন লাভলি চৌবে, রূপা রানি তিরকে, পিঙ্কি ও নয়নমণি সাইকিয়া। এই প্রথম ভারত এই খেলায় সোনা জিতল।
প্রসঙ্গত সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারতের মেয়েরা।