জয় টেবিল টেনিসে, কমনওয়েলথ গেমসে ভারতকে পঞ্চম সোনা এনে দিল হরমিত, সাথিয়ানরা
আজ ছেলেদের ডাবলসে ৩-০ ব্যবধানে জিতেছিলেন ভারতের হরমিত দেশাই ও জি সাথিয়ান। পরের সিঙ্গলসে হেরে যান শরৎ কমল।
August 2, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

২০২২ বার্নিংহাম কমনওয়েলথ গেমসে মঙ্গলবার দলগত টেবিল টেনিসে সোনা জিতলেন ভারতের ছেলেরা। আজ সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়ে জিতল ভারত।
এই নিয়ে এই গেমসে মোট পাঁচটি সোনা জিতল ভারত, যার মধ্যে আজকে এল দুটি। আজ ছেলেদের ডাবলসে ৩-০ ব্যবধানে জিতেছিলেন ভারতের হরমিত দেশাই ও জি সাথিয়ান। পরের সিঙ্গলসে হেরে যান শরৎ কমল। তার পর ফের সিঙ্গলস ম্যাচটি যেতেন সাথিয়ান। উল্লেখ্য, গত বারও সোনা জিতেছিল ভারত।
মঙ্গলবার বিকেল পর্যন্ত মোট ১১টি পদক জিতেছে ভারত।