খেলা বিভাগে ফিরে যান

কুস্তিতে ভারতকে তিন তিনটে সোনা এনে দিলেন বজরং এবং দীপক পুনিয়া, সাক্ষী মালিক

August 6, 2022 | < 1 min read

শুক্রবার কুস্তিতে দেড় ঘন্টার মধ্যে তিন তিনটে সোনা এল ভারতে। নিজ নিজ ইভেন্টে দেশকে সোনা এনে দিলেন বজরং পুনিয়া, দীপক পুনিয়া এবং সাক্ষী মালিক।

কমনওয়েলথ গেমসে দ্বিতীয়বার ভারতকে সোনা এনে দিলেন কুস্তিগীর বজরং পুনিয়া। শুক্রবার ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে কানাডার প্রতিদ্বন্দ্বী ম্যাকনিলকে ৯-২ পয়েন্টে হারালেন তিনি। এর আগে গোল্ড কোস্টের কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন তিনি। তার আগে, ২০১৪-র গ্লাসগো কমনওয়েলথ গেমসে তিনি রুপো পেয়েছিলেন ৬১ কেজি বিভাগে। এছাড়াও, ২০২০-র টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ পেয়েছিলেন বজরং পুনিয়া।

বজরং পুনিয়ার সোনা জেতার এক ঘণ্টার মধ্যে কুস্তিতে ভারতকে দ্বিতীয় সোনা এনে দিলেন সাক্ষী মালিক। ৬২ কেজি বিভাগে সোনা জিতলেন সাক্ষী। এই নিয়ে টানা তিনটি কমনওয়েলথ গেমসে পদক জিতলেন তিনি। এর আগে ২০১৪-র গ্লাসগো কমনওয়েলথ গেমসে তিনি রুপো জিতেছিলেন। ২০১৮ গোল্ড কোস্ট গেমসে ব্রোঞ্জ জেতেন। এছাড়াও, ২০১৬ রিয়ো অলিম্পিক্সে ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন তিনি।

এর পর ৮৬ কেজি বিভাগে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী মহম্মদ ইনামকে হারিয়ে কমনওয়েলথ গেমসে এই প্রথম সোনা জিতলেন হরিয়ানার কুস্তিগির দীপক পুনিয়া।

এদিন সোনা হাতছাড়া করলেন কুস্তিগির অংশু মালিক। মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে দেশকে এনে দিলেন আরও একটি রুপোর পদক।

২০২২ কমনওয়েলথ গেমসে এই নিয়ে নয়টি সোনা হয়ে গেল ভারতের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Deepak Punia, #Bajrang Punia, #Wrestler, #Indian wrestler, #gold medal, #Commonwealth Games 2022, #sakshi malik

আরো দেখুন