খেলা বিভাগে ফিরে যান

কুস্তিতে কেল্লাফতে ভারতের, শনিবার ৪ সোনা-সহ ১৪টি পদক এল দেশের ঝুলিতে

August 7, 2022 | 2 min read

কুস্তিতে কেল্লাফতে ভারতের। আখড়ার সঙ্গে ভারতের সম্পর্ক যে সুপ্রাচীন, সেই ঐতিহ্য এবারের কমনওয়েলথ গেমসেও অক্ষত থাকল। বার্মিংহামের কুস্তি যেন ভারতের সোনা দখলের অভিযান হয়ে রইল। শনিবার কুস্তিতে নেমেছিলেন ছ-জন, ছ-জনই দেশের জন্যে পদক জিতেছেন। কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে কুস্তিতে শনিবার প্রথম সোনার পদকটি আনেন রবিকুমার দাহিয়া। রবিকুমার দাহিয়া ৫৭ কেজি বিভাগে সোনা জিতলেন। সেই সঙ্গে মহিলাদের ৫৩ কেজি বিভাগে সোনা জিতলেন বিনেশ ফোগাট। নবীন ৭৪ কেজি বিভাগে সোনা জেতেন। ৫০ কেজি বিভাগে পুজা গেহলট, ৭৬ কেজি বিভাগে পুজা সিহাগ ও দীপক নেহরা ৯৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জয় করেন। সবমিলিয়ে কুস্তিতে ভারত ছয়টি সোনা, একটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ জিতল।

ফাইনালে টেকনিক্যাল সুপেরিয়রিটিতে নাইজেরিয়ার ইবাইকেওনিমো ওয়েলসনকে ১০-০ ব্যবধানে হারিয়ে রবিকুমার দাহিয়া কমনওয়েলথ গেমসে দেশকে দশম সোনা এনে দিলেন। টোকিও অলিম্পিক্সে রুপো পর বার্মিংহামে সোনা জিতলেন রবিকুমার।
শনিবার ভারতের দ্বিতীয় সোনার পদকটি আসে বিনেশের হাত ধরে। ৫৭ কেজি বিভাগে ফাইনালে শ্রীলঙ্কার চমোদা কেশানিকে ১২-২ পয়েন্টের ব্যবধানে হারিয়ে দেশের জন্য সোনা জিতলেন বিনেশ। টানা তিনটি কমনওয়েলথ গেমসে সোনা জয় করে অনন্য নজির গড়লেন বিনেশ। বার্মিংহামে ভারতে ঝুলিতে আনলেন ১১তম সোনার পদক।

দিনের তৃতীয় সোনাটি আনেন নবীন। পুরুষদের ৭৪ কেজি বিভাগের ফাইনালে পাকিস্তানের মহম্মদ শরিফ তাহিরকে ৯-০ ব্যবধানে হারালেন তিনি। মহিলাদের ৫০ কেজি বিভাগে তৃতীয় স্থানের জন্যে লড়াই করে, স্কটল্যান্ডের প্রতিযোগীকে ১২-২ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন পূজা গেহলট। ৭৬ কেজি বিভাগে অস্ট্রেলিয়ার নাওমি ব্রুইনকে হারিয়ে দেশের জন্য ব্রোঞ্জ জয় করেন পূজা সিহাগ।

কুস্তি ছাড়াও এদিন বক্সিং থেকেও এল পদক ভারতের ঝুলতে। মহিলাদের বক্সিংয়ের ৬০ কেজি বিভাগে ইংল্যান্ডের পেইজ রিচার্ডসনকে কুপোকাত করে ব্রোঞ্জ জিতেছেন জেসমিন। পুরুষদের বক্সিংয়ের ৫৭ কেজি বিভাগে সেমিফাইনালে হেরে মহম্মদ হুসামুদ্দিনকে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল। রোহিতও ব্রোঞ্জেই থামলেন। অন্যদিকে, ৩-২ ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশের পুরুষদের হকির ফাইনালে উঠল।

মরিশাসের জর্জেস পলকে ২১-১২, ২১-১১ ব্যবধানে হারিয়ে পুরুষদের সিঙ্গলস ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠলেন লক্ষ্য সেন।কিদম্বি শ্রীকান্তও ইংল্যান্ডের টোবি পেন্টিকে হারিয়ে সিঙ্গলস সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। মহিলাদের ১০ হাজারে মিটার রেস ওয়াকে রুপো জিতেছেন প্রিয়াঙ্কা গোস্বামী। অবিনাশ সাবলের হাত ধরে আরেক রুপো এসেছে ৩০০০ মিটার স্টিপল চেজে।

বক্সিংয়ে কানাডার প্রিয়াঙ্কা ধিলোনের বিরুদ্ধে জিতে নিতু গংঘাস ভারতের রুপো জয় নিশ্চিত করেছেন। জাম্বিয়ার প্যাট্রিক চিনেম্বাকে পরাজিত করে অমিত পাঙ্গল পুরুষদের ৪৮ কেজি ফ্লাইওয়েটের ফাইনালে পৌঁছেছেন। মহিলাদের ফ্লাইওয়েটের ফাইনালে গিয়েছেন নিখাত জারিন। ৯২ কেজি বিভাগে সাগর ফাইনালে উঠেছেন। লন বোলসে নর্দ্যান আয়ারল্যান্ডের কাছে হেরে ভারতের পুরুষ ফোরস দলকে রুপো নিয়েই ফিরতে হচ্ছে। টেবিল টেনিসে মেনস ডবলসে ফাইনালে গিয়েছেন শরৎ-সাথিয়ান জুটি। মিক্সড ডবলসে ফাইনালে পৌঁছেছেন শরৎ-শ্রীজা জুটি। অন্যদিকে, প্যারা টেবিল টেনিসে সোনা জিতলেন ভাবিনা প্যাটেল। ব্রোঞ্জ পেলেন সোনালবেন প্যাটেল।

শনিবার দেশের ঝুলিতে মোট পদক এল ১৪, এর মধ্যে চারটি সোনা। ভারতের মোট পদক সংখ্যা ৪০, যার মধ্যে ১৩টি সোনা, ১১টি রুপো ও ১৬ ব্রোঞ্জ আছে। রবিবার নজর থাকবে ক্রিকেট, হকি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও বক্সিংয়ে। ​ক্রিকেটে ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে। রবিবার ভারতের ঝুলিতে কী কী পদক আসে সেদিকেই নজর থাকবে সকলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Wrestling, #gold medal, #Commonwealth Games 2022, #Commonwealth games

আরো দেখুন