খেলা বিভাগে ফিরে যান

কমনওয়েলথ গেমসে বক্সিং, টেবিল টেনিস ও হকিতে ৩টি পদক পেল ভারত

August 7, 2022 | < 1 min read

কমনওয়েলথ গেমসে বক্সিংয়ের লাইট ফ্লাইওয়েট বিভাগে নর্দান আয়ারল্যান্ডের কার্লি এমসি নাউলকে হারিয়ে সোনা জিতলেন ভারতীয় দলের মহিলা বক্সার নিখাত জারিন।

টেবিল টেনিসের ফাইনালে পৌঁছেও অধরা থেকে গেল সোনা জয় পুরুষদের। পুরুষদের ডবলস টেবিল টেনিস প্রতিযোগিতায় রূপো জিতলেন শরথ কমল ও জি সাথিয়ান।

তৃতীয় হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয় মহিলা ভারতীয় হকি দল ও নিউজিল্যান্ড। সালিমা টেটে গোলে এগিয়ে যায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করে ১-১ করে নিউজিল্যান্ড।

ব্যাডমিন্টনের সেমিফাইনালে সিঙ্গাপুরের জিয়া মিন ইয়োকে ২১-১৯, ২১-১৭ ব্যবধানে হারিয়ে সোনা জয়ের দিকে একধাপ এগোলেন পিভি সিন্ধু।

TwitterFacebookWhatsAppEmailShare

#Hockey, #Table Tennis, #Boxing, #Commonwealth Games 2022, #India

আরো দেখুন