সিরিজের প্রথম one day international-এ জিম্বাবুয়েকে ১০ উইকেটে পর্যুদস্ত করল ভারত
আজ টসে জিতে জিম্বাবোয়েকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক কে এল রাহুল।
Authored By:

প্রত্যাশিত ভাবেই জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়ে দিল কে এল রাহুলের টিম ইন্ডিয়া। মাত্র ৩০.৫ ওভারে ১৯২ রান তুলে ফেললেন শিখর ধাওয়ান এবং শুভমন গিল। ধাওয়ান ১১৩ বলে অপরাজিত ৮১ রান করেন। শুভমন গিল ৭২ বলে করেন অপরাজিত ৮২ রান। তিন ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে গেল ভারত।
আজ টসে জিতে জিম্বাবোয়েকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক কে এল রাহুল। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে জিম্বাবোয়ের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৮৯ রানে। নির্ধারিত ৫০ ওভারও ব্যাট করতে পারেনি তারা। ৪০.৩ ওভারে ১০ উইকেট হারায় জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক চাকাভবা। শেষের দিকে নাগারাভা ৩৪ ও ব্র্যাড ইভান্স ৩৩ রান করেন। ভারতের পক্ষে দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা ও অক্ষর প্যাটেল পান তিনটি করে উইকেট। ১টি উইকেট পান মহম্মদ সিরাজ।