খেলা বিভাগে ফিরে যান

ক্রিকেট থেকে অবসর নিলেন সুরেশ রায়না, দেখে নিন তাঁর পরিসংখ্যান

September 6, 2022 | < 1 min read

সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ভারতের দাপুটে ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina)। ৩৫  বছর বয়সী রায়না তাঁর সিদ্ধান্ত BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন। 

মহেন্দ্র সিং ধোনির মতোই রায়নাও ২০২০ সালের ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছিলেন। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটও খেলছিলেন তিনি। এবার বিদায় নিলেন সেখান থেকেও। 

দেখে নিন তাঁর ক্রিকেট জীবনের রেকর্ডগুলি:

  • মিডল অর্ডার ব্যাটার রায়না টেস্ট খেলেছেন ১৮টি। করেছেন ৭৬৮ রান, সর্বোচ্চ ১২০। স্ট্রাইক রেট ৫৩.১৪। ২০১১-এ শ্রীলংকার বিরুদ্ধে জীবনের প্রথম টেস্টেই তিনি সেঞ্চুরি করেন। 
  • মূলত এক দিনের আন্তর্জাতিক ম্যাচে সাফল্য পেয়েছিলেন তিনি।  সেখানে ২২৬ টি ম্যাচ খেলে করেছিলেন ৫,৬১৫ রান। ৫টি শতরান করেছিলেন, সর্বোচ্চ ১১৬। স্ট্রাইক রেট ৯৩.৫০।
  • রায়না ৭৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৬০৫ রান করেছিলেন।  যার মধ্যে সর্বোচ্চ রান ছিল ১০১। স্ট্রাইক রেট ১৩৪.৮৭।
  • টেস্ট এবং টি-টোয়েন্টিতে তিনি ১৩টি করে উইকেট পেয়েছিলেন। এক দিনের আন্তর্জাতিক ম্যাচে উইকেট পেয়েছিলেন ৩৬টি। 
  • তিনি মূলত চেন্নাই সুপার কিংস এবং একবার গুজরাট লায়ন্সের হয়ে আইপিএল খেলেছেন। ২০৫টি ম্যাচে তিনি ৫৫২৮ রান করেন, যার মধ্যে সর্বোচ্চ অপরাজিত ১০০। তার স্ট্রাইক রেট ছিল ১৩৬.৭৬।
TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #Suresh Raina

আরো দেখুন