রাজ্য বিভাগে ফিরে যান

নেতাজী ইনডোরে কেন্দ্রকে আক্রমণ মমতার, পঞ্চায়েতে আরও কাজের নির্দেশ দিলেন

September 8, 2022 | 2 min read

চারদিনের ভারত সফরে নয়াদিল্লিতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে সাংবাদিকদের হাসিনা বলেছিলেন, ‘‘মমতা আমার বোনের মতো। ভেবেছিলাম দিল্লি এলে দেখা হবে। কোনও কারণে এ বার সেটা হল না। তবে তাঁর সাথে তো যে কোনও সময়েই আমার দেখা হতে পারে।’’ চারদিন দিল্লিতে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কূটনৈতিক সফর হিসাবে যা খুব একটা কম সময় নয়। অথচ দেখা হল না এপার বাংলার জনপ্রিয় নেত্রীর সঙ্গে।

বৃহস্পতিবার নেতাজী ইনডোরে (Netaji Indoor Stadium) তৃণমূলের কর্মিসভায় এই বিষয়ে ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘হাসিনাজি দিল্লিতে এসেছেন। আমার সঙ্গে ওনার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল। পুজোর সময়ে আমি ওনাকে চিঠি দিই। উনি আমাকে শাড়ি পাঠান। আম পাঠান, কখনও ইলিশ পাঠান। আমি শুনেছি, উনি এই সফরে আমার সঙ্গে দেখা করার জন্য ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু দিল্লি তা শোনেনি। এই প্রথম দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লিতে এসেছেন, অথচ বাংলাকে বাদ দেওয়া হল।’’

এদিন মমতা তৃণমূলের নবীন-প্রবীণের দ্বন্দ্ব নিয়ে বলেন, কোন্দলের সমস্ত খবরই মিডিয়ার খেলা। তিনি বলেন, ‘‘কখনও শতাব্দীর সঙ্গে লাগিয়ে দিচ্ছে কেষ্টকে। আবার আমার সঙ্গে অভিষেকের লাগিয়ে দিচ্ছে।’’ পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন তিনি। বললেন, ‘‘অভিষেক বরাবরই ডেয়ারডেভিল, ভাল বলে।’’

মমতা সাম্প্রতিক কালের ইডি ও সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘‘দেখানো হচ্ছে, ওর ঘরে এত টাকা পাওয়া গেল। কার টাকা, কিছু প্রমাণ হয়েছে কি? মলয় ফাইট করে বলে দিয়েছে সব মিথ্যা। ভাবছেন, ওকে জেলে পুরে বীরভূমের দুটো আসন জিতে নেবেন? সে গুড়ে বালি।’’ মমতা (Mamata Banerjee) আরও বলেন, ‘‘সিবিআই ও ইডি চব্যচোষ্য খেয়ে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ল। মলয়, ববি, অরূপ। অভিষেকের দু’বছরের বাচ্চাটাও ঘুরে এসেছে। কী দেশ আমরা দেখতে পাচ্ছি! রাজনীতিতে লড়াই করো, দেখে নিচ্ছি। ২০২১ সালে কী না করেননি! আমার পা ভেঙে চৌচির করে দিয়েছিল। এখনও ঠিক হয়নি। ভাবছে, কয়েক জনকে জেলে ঢুকিয়ে দিলে সবাই ভয় পেয়ে যাবে। আহত সিংহ কিন্তু বেশি ভয়ঙ্কর। আমাকে চমকালে আমি ধমকাই। ধমকালে গর্জাই।’’

নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ‘কর্তব্য পথ’-এর উদ্বোধন করে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করবেন। ইন্ডিয়া গেটের সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভার্চুয়াল মাধ্যমে থাকার অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষে। তবে মমতা ওই অনুষ্ঠানে থাকবেন না। সে কথা বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের কর্মী সম্মেলনে স্পষ্ট করে দেন মমতা। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমি কারও বন্ডেড লেবার নই।’’

এদিন নেতাজি ইনডোরে দলের পঞ্চায়েত সংক্রান্ত বিশেষ অধিবেশনে দাঁড়িয়ে দিদি বুঝিয়ে দিলেন, কেষ্টকে জেলে আটকে রাখলেও বীরভূমের দুটো লোকসভা আসন কেউ দখল করতে পারবে না। সেইসঙ্গে বীরভূমের তৃণমূলকে নেত্রীর নির্দেশ—বীরের সম্মান দিয়ে কেষ্টকে জেল থেকে বের করে আনবেন।

গ্রামীণ এলাকার কাজকর্মেই পঞ্চায়েত ভোটের মূল্যায়ন হয়ে থাকে। সেদিকে সদাসতর্ক রাজ্যের শাসকদল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তাই গ্রামীণ এলাকায় উন্নয়নের কাজে বেশি জোর দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের (TMC) বুথকর্মীদের সম্মেলনে তিনি সাংসদ, বিধায়কদের গাইডলাইন বেঁধে দিলেন তিনি। বললেন, ”MLA, MP LAD’এর টাকা খরচ করুন আবাস যোজনায়। বাংলার বাড়ি, গ্রামীণ সড়ক যোজনায় কাজে লাগান সেই টাকা। এটা আমার গাইডলাইন ভেবেই নিন।”

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Modi Government, #Netaji Indoor Stadium, #Mamata Banerjee

আরো দেখুন