প্রধানমন্ত্রীকে নিজের আঁকা ছবি উপহার দিলেন পরেশ মাইতি
কলকাতা গভর্ণমেন্ট আর্ট কলেজের এই প্রাক্তনী ২০১৪ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।
September 13, 2022
|
< 1 min read
Authored By:

প্রখ্যাত চিত্রশিল্পী পরেশ মাইতি সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে দেখা করেন। শিল্পী পরেশ তাঁর আঁকা একটি ছবি প্রধানমন্ত্রীকে উপহার দেন।
কলকাতা গভর্ণমেন্ট আর্ট কলেজের এই প্রাক্তনী ২০১৪ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।
এদিন চিত্রকরের সঙ্গে ছিলেন বাংলার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দেবীপক্ষের শুরু হওয়ার প্রাক্কালে তিনি মোদীজিকে মা ভবতারিণীর একটি ছবি প্রদান করেন।