‘যা হবার ভ্যানে হোক’, শুভেন্দুকে নিয়ে কোন ইঙ্গিত করে পোস্ট কবীর সুমনের?
‘ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি। আই অ্যাম মেল’। ইংরেজিতে শুভেন্দু অধিকারীর এমন অদ্ভুত কথায় ট্রোলের বন্যা বয়েছিল নেটপাড়ায়। এবার সেই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না গায়ক কবীর সুমন। এক ফেসবুক পোস্টে “ছুঁয়ো না সখী” ক্যাপশন দিয়ে গানের ভিডিও পোস্ট করেন তিনি। এই গানের ছত্রে ছত্রে নোংরা ইঙ্গিত দিলেন তিনি।
এর আগে, শুভেন্দু বামেদের আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘আমাদের সঙ্গে আসতে চাইলে ১৩ তারিখে নবান্ন চলুন।’ তাই সুমনের গানের লিরিকে উঠে এসেছে বামেদের প্রসঙ্গ ও সেই সঙ্গে মহিলা পুলিশ আধিকারিকের সঙ্গে শুভেন্দুর লোক দেখানো ব্যবহারের ইঙ্গিত। গানের এক কলিতে তিনি লেখেন, ‘‘এসো ভ্যানে উঠে পড়ি। করি হাত ধরাধরি। যা হবার ভ্যানে হোক। এসো সখী।’’
অপর এক ফেসবুক পোস্টে মহাভারতের একটা ঘটনার দৃষ্টান্ত দিয়েছেন সুমন (Kabir Suman)। এখানে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আদতে দুর্যোধন, লোভ ঈর্ষা ক্রোধ কামের প্রতীক বলে ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, ‘‘আমি নই ভীম। খাই হিমসিম। কার যেন উরুভঙ্গে..।’’
প্রসঙ্গত, এর আগে অভিযোগ উঠেছে, এক বিখ্যাত কবির স্ত্রীকে নিয়ে লালসাপূর্ণ, অশ্লীল ভাষায় কবিতা ফেসবুকে পোস্ট করেছিলেন কবির সুমন। যা নিয়ে, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় বয়ে গিয়েছিল। অনেক নেটিজেনরা তাঁকে ‘বিকৃত মানসিকতা’-র মানুষ বলে আখ্যা দিয়েছিলেন।