পায়ে ৭৫ হাজারি জুতো! ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবের চালচলনে সরব নেটপাড়া
পায়ে ৭৫ হাজারি জুতো! কটাক্ষ নেটপাড়া জুড়ে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেবের পায়ের জুতোর নাম ৭৫ হাজার টাকা! দলের নেতার মহার্ঘ জুতো নিয়ে অস্বস্তিতে বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্যসভার সাংসদ পদপ্রার্থীর লুই ভিতাঁ ব্র্যান্ডের জুতো পরা ছবি প্রকাশ্যে আসতেই আক্রমণ শানিয়েছে বিরোধীরা। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল ছবিটি। জুতো প্রসঙ্গতে কার্যত মুখ লুকাচ্ছে বিজেপি।
তবে ময়দানে নেমে পড়েছে বিজেপির আইটি সেল। গেরুয়া আইটি বাহিনীর দাবি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ৪০০ টাকার জুতো পরে রয়েছেন। অন্য দলের নেতাদের মূল্যবান জিনিসপত্র নিয়ে খোঁচা দেন বিজেপি নেতা-মন্ত্রীরা, কিন্তু খোদ তাদের নেতার পায়েই কেন ৭৫ হাজারি জুতো? প্রশ্নের উত্তর নেই বিজেপি নেতাদের কাছে। বিরোধীরা খোঁচা দিয়ে বলছেন, খোদ মোদীই যেখানে ১০ লাখি পোশাক পরেন, সেখানে তার দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৭৫ হাজারের জুতো পড়লে, অবাক হওয়ায় কী আছে! দেশের মানুষ খেতে পেলেন কি না, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সবার হেঁশেলে রান্না হল কি না, এসব খোঁজ তো রাখেন না তাঁরা। বিজেপি নেতারা শুধু নিজেদের নিয়েই ব্যস্ত। দেশ-রাজ্যের মানুষের কথা ভাবার সময় নেই তাঁদের।
ত্রিপুরার বিরোধী নেতারাও আক্রমণ করতে ছাড়ছেন না। গেরুয়া বাহিনীর নেতাদের চালচলনে ক্ষুব্ধ আম জনতা। কেউ কেউ বলছেন, মোদী কর্মসূচি অনুযায়ী একই দিনে চারবার পোশাক, মেকআপ বদলান। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেই পথেই চলছেন। নেট দুনিয়ায় বিপ্লব দেবের মহার্ঘ জুতো নিয়ে মানুষ সরব হয়েছেন।