বিনোদন বিভাগে ফিরে যান

মুক্তি পাওয়ার আগেই হিন্দুত্ববাদীদের হুমকির মুখে ‘থ্যাঙ্ক গড’

September 16, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: KoiMoi

মুক্তি পাওয়ার আগেই হিন্দুত্ববাদীদের হুমকির মুখে অজয় দেবগন, সিদ্ধার্থ মালহোত্রা এবং রাকুল প্রীত সিং-অভিনীত ‘থ্যাঙ্ক গড’ ছবিটি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে অভিনেতা এবং পরিচালক ইন্দ্র কুমারের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।

৯ সেপ্টেম্বর ছবির ট্রেলারটি মুক্তি পায়। এই ছবিটিতে চিত্রগুপ্ত, যিনি মৃত্যুর পরে প্রত্যেকের পাপ-পূণ্যের হিসেব করছেন এবং যমরাজ যিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন মৃত্যুর পর কে স্বর্গে ঠাঁই পাবে আর কে নরকে ঠাঁই পাবে! ট্রেলারে চিত্রগুপ্ত এবং যমরাজকে আধুনিক পোশাক পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে।


তাতে ক্ষুব্ধ ‘হিন্দু জন জাগৃতি সমিতি’র মতো সংগঠনগুলি। সমিতি দাবি করেছে, সেন্সর বোর্ড যেন ছবিটিকে সার্টিফিকেট না দেয়, স্বরাষ্ট্র মন্ত্রকের উচিত ছবিটি নিষিদ্ধ করা। কারণ, এটি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। ছবিটিতে হিন্দুদের ধর্মীয় ধারণা ও দেবদেবীদের উপহাস করা হয়েছে বলে অভিযোগ। সমিতির সদস্যরা রাজপথে আন্দোলন করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bollywood, #Ajay Devgan, #Threats, #Hindu extremists, #thank god

আরো দেখুন