খেলা বিভাগে ফিরে যান

স্কোয়াশে ভারতকে এশিয়া চ্যাম্পিয়ন বানালেন সৌরভ ঘোষালরা

November 5, 2022 | < 1 min read

কুয়েতকে হারিয়ে এশিয়ান স্কোয়াশ টিম চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ভারত। ফাইনালে কুয়েতকে ২-০এ হারিয়ে এই প্রথমবার এশিয়ান স্কোয়াশ টিম চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ভারত। সৌরভ ঘোষাল এই ভারতীয় দলকে নেতৃত্ব দেন।

এদিন ভারতের রমিত ট্যান্ডন কুয়েতের আলি আরামেজিকে ১১-৫, ১১-৭, ১১-৪-এ হারিয়ে দেন প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে ভারতের অধিনায়ক সৌরভ ঘোষাল কুয়েতের আম্মার আল্টামিমিকে ১১-৯,১১-২,১১-৩-এ হারিয়ে দেন। ফলে কুয়েতকে ২-০-এ হারায় ভারত। ফলে অভয় সিং ও ফালাহ মহম্মদের মধ্যে তৃতীয় ম্যাচটা আর খেলার দরকার হয়নি ।

প্রসঙ্গত, এর আগে দু’ বার রুপো জিতেছিল ভারত। কিন্তু এবার একনম্বর বাছাই দল হিসেবে দাপট দেখিয়ে সোনা জয় করল ভারতীয় দল।

পুল এ-তে ভারতীয় দল হারিয়েছে কাতার, পাকিস্তান, কুয়েত, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে। সেমিফাইনালে ভারত ২-১-এ হারায় মালয়েশিয়াকে।

ভারতের মহিলা দল এই প্রতিযোগিতায় সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে ২-১ হেরে ব্রোঞ্জ পদক পেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Squash, #Saurav Ghosal

আরো দেখুন