মুম্বইয়ের বিরুদ্ধে ড্র মেরিনার্সদের, ২-২ স্কোর লাইনে শেষ হল রুদ্ধশ্বাস ম্যাচ
রবিবারের সন্ধ্যায় দুই দলই আক্রমণাত্মক ফুটবলে ভরসা রাখল।

আজ রবিবার আইএসএল-এর অ্যাওয়ে ম্যাচে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান। ময়দানের প্রচলিত কথা, ডার্বির পরের ম্যাচে ডার্বি বিজয়ীরা নাকি জয়ের মুখ দেখে না। সেই মিথের পাশাপাশি সবুজ মেরুনদের চিন্তা ছিল পরিসংখ্যান, গত দুই বছরের মুম্বইয়ের সঙ্গে শেষ ছটি সাক্ষাতে চারটে ম্যাচ হেরেছে এটিকে মোহনবগান। দুটি ম্যাচ ড্র করেছে। এবারেও মিথ ভাঙাতে পারল না মেরিনার্সরা। মুম্বইয়ের সঙ্গে ড্র করল প্রীতম কোটালরা।
রবিবারের সন্ধ্যায় দুই দলই আক্রমণাত্মক ফুটবলে ভরসা রাখল। ম্যাচের প্রথমার্ধে খেলা শুরুর চার মিনিটের মাথায় লালরিনজুয়ালা ছাংতেরার গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। এক গোলে এগিয়ে থেকেই ম্যাচের প্রথমার্ধ শেষ করে আইল্যান্ডার্সরা। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় জুয়ান ফেরান্দোর ছেলেরা। ৪৭ মিনিটে জনি কাউকোর গোলে স্কোর হয় ১-১। ম্যাচের ৭২ মিনিটে ফের এক গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় শেষ লগ্নে ৮৮ মিনিটে আবারও মুম্বইয়ের জালে বল জড়িয়ে দেয় সবুজ মেরুন বাহিনী। ২-২ স্কোরে শেষ হয় খেলা। আজকের ম্যাচের ড্রয়ের কারণে আইএসএল-এ ৪ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট হল ৭।