রাসে শান্তিপুরের আকর্ষণ ৫১ কিলোগ্রাম ক্ষীর দিয়ে নির্মিত ১৩ ফুটের রাসকালী

এ যেন অবন ঠাকুরের ক্ষীরের পুতুলের বাস্তবে নেমে আসা।

November 9, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

সৌভিক রাজ

এ যেন অবন ঠাকুরের ক্ষীরের পুতুলের বাস্তবে নেমে আসা। শান্তিপুরে ৫১ কিলোগ্রাম ক্ষীর দিয়ে তৈরি হচ্ছে ১৩ ফুট উচ্চতার কালী প্রতিমা। মুণ্ডমালা, মুকুট, নানা অলঙ্কার পাশাপাশি প্রতিমার খড়্গ, শেয়াল, এমনকি, শিবের মূর্তিও ক্ষীর দিয়ে তৈরি হচ্ছে। রাস উৎসব উপলক্ষ্যেই তৈরি হচ্ছে মিষ্টির প্রতিমা।

৫১ বছরে পা দিয়েছে শান্তিপুরের তিলিপাড়া ত্রিমাথা রাসকালী। সেখানেই গড়ে উঠছে মিষ্টির প্রতিমা। মুর্শিদাবাদের গোপাল কর্মকার ক্ষীর দিয়ে প্রতিমা গড়ছেন। ক্ষীরের কালী প্রতিমাই তাদের প্রধান আকর্ষণ। বাঁশের কাঠামোর উপর মাটির ও বিচালি দিয়ে মূর্তির কিছুটা অবয়ব তৈরি করা হয়েছে। তার উপরে ক্ষীরের প্রলেপ দেওয়া হয়েছে। উদ্যোক্তারা আশাবাদী, ক্ষীরের প্রতিমা দর্শণার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen