দেশ বিভাগে ফিরে যান

কিডনি প্রতিস্থাপন হতে পারে লালুপ্রসাদের, অঙ্গদান করবেন দ্বিতীয় কন্যা রোহিনী

November 11, 2022 | < 1 min read

আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব গত কয়েক বছর ধরে কিডনির অসুখ সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। এবার তাঁকে একটি কিডনি দান করতে চলেছেন তাঁর নিজের মেয়ে রোহিণী আচার্য। গত মাসেই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে, যেখান তাঁর মেয়ে থাকে, গিয়েছিলেন লালুপ্রসাদ। সেখানে তাঁকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসকরা।

কিডনি প্রতিস্থাপনের কথা শুনেই নিজের বাবার জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন লালুপ্রসাদের দ্বিতীয় কন্যা রোহিণী। সংবাদ মাধ্যমের খবর, প্রথমে মেয়ের কিডনি দেওয়ার সিদ্ধান্তে আপত্তি জানালেও শেষ পর্যন্ত মেয়ের কিডনি নিজের শরীরে গ্রহণে রাজি হয়েছেন লালুপ্রসাদ।

সূত্রের খবর, নভেম্বরেই সিঙ্গাপুরের একটি হাসপাতালে এই কিডনি প্রতিস্থাপন হওয়ার কথা। ২০-২৪ নভেম্বরের মধ্যে এর জন্য সিঙ্গাপুরে যেতে পারেন লালুপ্রসাদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bihar, #RJD, #Health Update, #lalu prasad yadav, #Kidney transplant, #Rohini acharya

আরো দেখুন