আরও এক মহিলা গোয়েন্দা! বিদ্যুতলতা বটব্যালের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিরিজ

পরিচালকের কথায় প্রেম না থাকলেও, এই সিরিজের ভাল লাগার সম্পর্ক রয়েছে।

November 11, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলার দর্শকদের জন্য এক নতুন নারী গোয়েন্দাকে নিয়ে আসছেন পরিচালক অরিন্দম শীল। অধীশা সরকারের লেখা বিদ্যুতলতা বটব্যালের দুটি বই আত্মপ্রকাশ ও সংঘর্ষ নিয়ে পরিচালকের নতুন থ্রিলার সিরিজ বিদ্যুৎবালা। তবে পরিচালক বলছেন এটা গোয়েন্দা গল্প নয়, থ্রিলার। গল্প অনুযায়ী, বিদ্যুৎলতা এক অদ্ভুত চরিত্র। বিদ্যুৎলতা হ্যাকার, বারবনিতা না হলেও সে সোনাগাছিতে থাকে। খুব খিদে পেলে ছেলেদের সঙ্গে ডেটে যায়। তেমনই ডেটে গিয়ে কলকাতা পুলিসের ডিটেকটিভ নীলের সঙ্গে বিদ্যুৎলতার আলাপ হয়। রহস্য জড়িয়ে পড়েন তারা। এরপর থেকেই রহস্যের সমাধান করতে শুরু করবেন তারা। পরিচালকের কথায় প্রেম না থাকলেও, এই সিরিজের ভাল লাগার সম্পর্ক রয়েছে। খবর মিলেছে, সিরিজর প্রথম সিজনের নাম হবে কাঠবাদামের গন্ধ।

জানা গিয়েছে, ওই সিরিজে বিদ্যুৎলতা বটব্যালের চরিত্রে অভিনয় করবেন সৌরসেনী মৈত্র এবং নীলের চরিত্রে অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী। সম্পূর্ণা চক্রবর্তী, সৃজনী মৈত্র, বিশ্বজিত চক্রবর্তী, স্বাগতা বসু, অভ্র মুখাপাধ্যায়ের মতো অভিনেতাদের অন্যান্য ভূমিকায় দেখা যাবে। চিত্রনাট্য এবং সংলাপ যৌথভাবে লিখছেন অরিন্দম শীল এবং পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীতের দায়িত্বে থাকবেন বিক্রম ঘোষ। প্রযোজনা করছে ক্যামেলিয়া প্রোডাকশন। ১৯ নভেম্বর থেকে কাঠবাদামের গন্ধ সিরিজের শ্যুটিং শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen