দেশ বিভাগে ফিরে যান

মূল্যবৃদ্ধির হার সামান্য কমলেও, কমছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম

November 15, 2022 | < 1 min read

মূল্যবৃদ্ধির হার সামান্য কমলেও, নিস্তার পাচ্ছে না আম জনতা। খুচরো মুদ্রাস্ফীতিও এখনও চড়া! তথ্য বলছে, সেপ্টেম্বর মাসের তুলনায় খুচরো মূল্যবৃদ্ধির হার মাত্র ০.৬৪ শতাংশ কমেছে। কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমছে না।

পরিসংখ্যান দেখে আপাতভাবে বলা যায়, খাদ্য পণ্যের দাম সামান্য কিছু কমেছে। তাও রিজার্ভ ব্যাঙ্কের সহনীয় স্তরের চেয়ে অনেকটাই বেশি। অন্যদিকে, পাইকারি মূল্যসূচকের ক্ষেত্রে ছবিটা একেবারেই বিপরীত। খাদ্যপণ্যের সূচক তো কমেইনি, উল্টে আড়াই শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত, খুচরো মূল্যবৃদ্ধি হার পাঁচ শতাংশের মধ্যে থাকলে, রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী তা স্বাভাবিক। কিন্তু এখনও মূল্যবৃদ্ধির হার ৬.৭৭ শতাংশ। যা যথেষ্ট শঙ্কার।

উল্লেখ্য, এর আগে জুলাই মাসেও মূল্যবৃদ্ধির হার ৬.৪১ শতাংশে নেমে এসেছিল। কিন্তু আগস্ট থেকে তা আবার বৃদ্ধি পেতে থাকে। সেপ্টেম্বর মাসে সাড়ে ৭ শতাংশ ছুঁয়ে ফেলে। ফলে এক মাসের পরিসংখ্যানেই বলে দেওয়া যায় না, যে মূল্যবৃদ্ধি হার কমতে আরম্ভ করেছে। গত দেড় বছর যাবৎ, পাইকারি মূল্যবৃদ্ধির হার ১২ শতাংশের উপরে ছিল। এবার পাইকারি মূল্যসূচক কমলেও, আগামী মাসের পরিসংখানের ফলাফল নিয়ে উদ্বেগ থাকছেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#price hike, #inflation, #markets, #Essential goods

আরো দেখুন