জীবনশৈলী বিভাগে ফিরে যান

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় পঞ্চম স্থানে মুকেশ আম্বানি!

July 13, 2020 | 2 min read

মুকেশ আম্বানি

মাস খানেক আগেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছিল হুরুন (Hurun)। ওই তালিকা অনুযায়ী, বিশ্বের শীর্ষস্থানীয় ১০০ জন ধনী ব্যক্তিদের মধ্যে রয়েছেন চার জন ভারতীয়। এঁদের মধ্যে মুকেশ আম্বানি জায়গা করে নিয়েছেন প্রথম দশে।

মুকেশ আম্বানি

বিগত কয়েক মাসে কয়েকটি মোটা অঙ্কের বিদেশি বিনিয়োগের হাত ধরে মুকেশ আম্বানির নাম বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় অষ্টম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে।

মুকেশ আম্বানি

‘দ্য হিন্দু’-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় অষ্টম স্থানে ছিলেন মুকেশ আম্বানি। জুলাইয়ে হুরুন (Hurun)-এর প্রকাশিত রিপোর্টে এই তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে তাঁর নাম। 

স্পেসএক্স সংস্থার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং মাইক্রোসফ্ট-এর প্রাক্তন প্রধান স্টিভ বাল্মারের সঙ্গে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৭৮ বিলিয়ন মার্কিন ডলার।

মার্ক জুকারবার্গ

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৯ বিলিয়ন মার্কিন ডলার। 

বার্নার্ড আরনল্ট

জুলাইয়ে হুরুন (Hurun)-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বার্নার্ড আরনল্ট। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৪ বিলিয়ন মার্কিন ডলার।

বিল গেটস

হুরুন (Hurun)-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিল গেটস। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১১০ বিলিয়ন মার্কিন ডলার।

অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস

জুলাইয়ে হুরুন (Hurun)-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় এক নম্বরে রয়েছেন অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০০ বিলিয়ন মার্কিন ডলার।

TwitterFacebookWhatsAppEmailShare

#world, #mukesh ambani, #richest man

আরো দেখুন