মুম্বইয়ের দাপটে ডুবল নৌকা, ঘরের মাঠেও হেরে ISL-এ চার নম্বরে মোহনবাগান

শনিবার যুবভারতীতে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে এই বছরে নিজেদের প্রথম ম্যাচ মোহনবাগান খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান

January 14, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

শনিবার যুবভারতীতে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে এই বছরে নিজেদের প্রথম ম্যাচ মোহনবাগান খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান। তবে ঘরের মাঠে সে ভাবে নজর কাড়তে পারেনি কলকাতার সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচে নামার আগে ছয় বিদেশি পাওয়া নিয়ে কোচ ফেরান্দো যে উচ্ছ্বাস দেখিয়েছিলেন, সেটা মাঠের খেলা দেখা গেল না আজকে।

প্রথমার্ধের ২৮ মিনিটের মাথায় আলবার্তো নোগুয়েরার থেকে বল পেয়ে দুরন্ত গোল করে মুম্বইকে এগিয়ে দেন ছাংতে। মোহনবাগানের রক্ষণের ভুলেই মূলত গোলটি হয়। মুম্বই শুরু থেকেই আক্রমণের মেজাজে ছিল, হাতেনাতে তার ফল পেল তারা।

বিরতিতে ০-১ পিছিয়ে ছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে সবুজ মেরুন সমর্থকরা অনেক আশা করে থাকলেও বেশ কিছু সুযোগ নষ্ট করার খেসারত দিতে হলো মোহনবাগানকে। যদিও ম্যাচের ৭৫ মিনিটে পেনাল্টি বক্সে মুম্বইয়ের মুর্তাদার হাতে বল লাগলে রেফারি পেনাল্টি দেননি।

আজকের এই ফলের পর ১৩ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট পেয়ে লিগে চতুর্থ স্থানে মোহনবাগান। ওপর দিকে ১৪টি ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে মুম্বই এফ সি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen