দেশ বিভাগে ফিরে যান

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্যে বাজেটে মা ভবানী!

February 2, 2023 | < 1 min read

গতকাল ছিল দ্বিতীয় মোদী সরকারের বাজেট, বাজেট ঘিরে নানান মহলের নানা বিধ প্রত্যাশা থাকে কিন্তু এবার আশাভঙ্গ হল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের। তাদের জন্যে বাজেটে কোনওরকম বাড়তি সুবিধার কথা ঘোষণা করলেনই না নির্মলা সীতারামন। বিনিয়োগকারীরা আশা করেছিলেন, দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে তাদের জন্যে নিশ্চয়ই উপহার থাকবে। মনে করা হচ্ছিল, এবারের বাজেটে ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিমের আদলে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স ও ডেবট লিঙ্ক সেভিংস স্কিম মধ্যে সামঞ্জস্যতা নিয়ে আসতে পারে মোদী সরকার। গতকালের বাজেটে মিউচুয়াল ফান্ডের বিষয়ে একটি বাক্যও ব্যয় করেননি দেশের অর্থমন্ত্রী। ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিমের আওতায় বছরে যে কর ছাড় পাওয়া যায়, তারও পরিমাণও বাড়ানো হয়নি। ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিমে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের হার অপরিবর্তিত রাখা হয়েছে। এক কথায় মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের জন্য বাজেটে কিছুই ভাবল না মোদী সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mutual Funds, #Budget 2023

আরো দেখুন