দেশ বিভাগে ফিরে যান

বিবিসি’র তথ্যচিত্রের উপর কেন নিষেধাজ্ঞা, কেন্দ্রকে কারণ জানাতে বলল সুপ্রিম কোর্ট

February 3, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিবিসি’র ‘বিতর্কিত’ তথ্যটিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চন’ দেশের যাবতীয় সমাজমাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দাখিল হয়েছিল। এই মমলার পরিপ্রেক্ষিতে শুক্রবার শীর্ষ আদালত ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চন’-এর লিঙ্ক দেওয়া টুইটগুলি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের মূল খসড়া জমা দেওয়ার নির্দেশ দিল ।


বিচারপতি সঞ্জীব খন্না এবং এমএম সুন্দ্রেশের একটি ডিভিশন বেঞ্চ বলেছে, ‘আমরা নোটিস জারি করছি। তিন সপ্তাহের মধ্যে নথি-সহ হলফনামা জমা করতে হবে। তার পরের দুই সপ্তাহের মধ্যে তথ্যচিত্র নিয়ে আপত্তির কারণ জানাতে হবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #PM Modi, #Supreme Court of India, #BBC Documentary

আরো দেখুন