রায় অনুকূলে গেলেই পুরস্কার! গগৈ থেকে আবদুল নজির; কোন সমীকরণে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একডজন রাজ্যের রাজ্যপালের বদলের খবর আজ জানানো হয়েছে রাষ্ট্রপতি ভবন তরফে। কেউ কেউ প্রথম রাজ্যপাল পদে এসেছেন, আবার কোনও কোনও রাজ্যের ক্ষেত্রে বদল করা হয়েছে, এক রাজ্যের রাজ্যপালকে অন্য রাজ্যে আনা হয়েছে। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, সিকিমের মতো রাজ্যের রাজ্যপাল পদে বিজেপি নেতাদের বসানো হচ্ছে। সাতজন নতুন রাজ্যপালের মধ্যে পাঁচজনই বিজেপি নেতা। ইতিমধ্যেই যা নিয়ে খোঁচা দিতে শুরু করেছে বিরোধীরা। কিন্তু বাকি দুই রাজ্যপালের মধ্যে, অন্ধ্রপ্রদেশের নয়া রাজ্যপাল হচ্ছেন দেশের শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি এস আবদুল নজির। অন্ধ্রপ্রদেশের বিদায়ী রাজ্যপালকে ছত্তিশগড়ের রাজ্যপাল করে পাঠানো হচ্ছে। কিন্তু বিরোধীরা সরব অন্য কারণে। রাম মন্দির মামলার অন্যতম বিচারপতি ছিলেন প্রাক্তন বিচারপতি নজির। বিরোধীদের বক্তব্য, এই রাজ্যপাল পদপ্রাপ্তি আদপে মোদী সরকার তথা বিজেপির প্রতি আনুগত্যের পুরস্কার।
চলতি বছরের শুরুতে, ৪ জানুয়ারি বিচারপতির পদ থেকে অবসর নেন নজির। কার্যত অবসরের এক মাসের মধ্যে নয়া পদে বসলেন তিনি। বিচারপতি থাকাকালীন, রামমন্দির-বাবরি মামলায় তিনিও ছিলেন অন্যতম বিচারপতি। এর পাশাপাশি তিন তালাক মামলা, নোটবাতিলের যৌক্তিকতা সংক্রান্ত মামলায় বিচারপতি হিসেবে রায়দান করেছিলেন নজির। প্রতিটি মামলার রায়ই মোদী সরকারের পক্ষে গিয়েছে। এখানেই উঠছে প্রশ্ন, তবে কি রায় অনুকূলে গেলেই পুরস্কার? এমনভাবেই কি প্রাক্তন বিচারপতিদের পুনর্বাসন দেবে মোদী সরকার? অনেকেই প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের রাজ্যসভার সাংসদ পদ প্রাপ্তির সঙ্গে নজিরের রাজ্যপাল হওয়ার সূত্র মেলাচ্ছেন।