শীতের আমেজ পাবেন কী আজ ভ্যালেন্টাইনস ডে-র দিন? কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?
বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে।
February 14, 2023
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় শীতের আমেজ ফিরেছে গতকাল থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ২ দিন অর্থাৎ মঙ্গলবার ও বুধবার এই শীতের আমেজ থাকবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে। এরপরেই ধীরে ধীরে শীত বিদায় নেওয়ার আভাস দিয়েছে হাওয়া অফিস।
আজ ভালোবাসার দিনে শীতের আমেজ অনুভব করবে বঙ্গবাসী। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আজ আরও ২ থেকে ৩ ডিগ্রি নামবে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি কুয়াশা থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।