← বিনোদন বিভাগে ফিরে যান
যুগাবসান, প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী পণ্ডিত বিজয় কিচলু
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যুগাবসান, প্রয়াত পদ্মশ্রী সম্মানে ভূষিত, সঙ্গীত রিসার্চ আকাডেমীর জনক পন্ডিত বিজয় কিচলু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। শুক্রবার সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ তিনি প্রয়াত হন। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি।
১৯৩০ সালের ১৬ সেপ্টেম্বর আলমোড়ায় জন্ম হয় তাঁর। সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমি তৈরিতে তাঁর অনবদ্য অবদান ছিল। ছাত্রাবস্থাতেই শাস্ত্রীয় সঙ্গীতের আয়োজক, আগরা ঘরানার গায়ক হিসাবে তিনি পরিচিত হন। অল্প সময়েই পণ্ডিত এ কানন, কুমারপ্রসাদ মুখোপাধ্যায়, জ্ঞানপ্রকাশ ঘোষের মতো শিল্পীদের সংস্পর্শে আসেন। তাঁদের উদ্যোগে ক্যালকাটা মিউজিক সার্কেলের মতো সঙ্গীতানুষ্ঠান। চাকরির জন্যই কলকাতায় আসার পর আমৃত্যু এই শহরে ছিলেন।