খেলা বিভাগে ফিরে যান

ডার্বির আগে লিগের শীর্ষে থাকা মুম্বইকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল

February 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবারের ISL-এর প্রথম সাক্ষাৎকারে কলকাতার মাঠে ইস্টবেঙ্গলকে ৩-০ উড়িয়ে দিয়েছিল মুম্বই। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে থাকা সেই মুম্বই এফসিকে তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। আইএসএলের ইতিহাসে প্রথমবার মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেল ইস্টবেঙ্গল।

আজ রবিবাসরীয় ম্যাচের প্রথমার্ধে গোল করার তিনটে সুযোগ পেয়েছিল মুম্বই। কিন্তু চংটে, বিপিনরা গোল করতে পারেনি। ইস্টবেঙ্গল লড়াই করছিল বটে, কিন্তু সেভাবে সুযোগ তৈরি করতে পারছিল না।

ম্যাচের দ্বিতীয়ার্ধে, ৫২ মিনিটে গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। নাওরেম মহেশ সিং জোরালো শটে লক্ষ্যভেদ করেন। গোল খেয়ে মুম্বই মরিয়া হয়ে ওঠে। ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিত বেশ কিছু ভাল সেভ করেন। তবে ১৯টি ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে সেই নবম স্থানেই রইল ইস্টবেঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal, #ISL, #mumbai city fc

আরো দেখুন