নেপাল পুলিশের গুলিতে জখম ভারতীয়
নেপাল বর্ডার পুলিশের গুলিতে একজন ভারতীয় জখম হলেন। রবিবার বিহারের কিশনগঞ্জে ভারত-নেপাল সীমান্তে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, এদিন নেপাল বর্ডার পুলিশ তিনজন ভারতীয়কে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনায় একজন জখম হন। কিশনগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, জখম ব্যক্তিকে হাসপাতালে ভরতি করা হয়েছে।
এর আগে বিহারের সীতামারি জেলার সোনবরসা থানার অধীন জানকীনগর এলাকায় ভারত-নেপাল সীমান্তে স্থানীয়দের উপর গুলি চালায় নেপালি সেনা। সেই ঘটনায় এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছিল। পাশাপাশি গুরুতর জখম হন বেশ কয়েকজন। এছাড়া আরও কয়েকজন স্থানীয় বাসিন্দাকে আটকে রেখে তাঁদের মারধর করার অভিযোগও উঠেছিল নেপালি সেনার বিরুদ্ধে। তারপর ফের রবিবার ভারতীয় নাগরিকদের উপর গুলি চালানোর অভিযোগ উঠল নেপাল বর্ডার পুলিশের বিরুদ্ধে।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির চিন ঘেঁষা নীতির ফলে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক ইদানিং খারাপ হয়েছে। নয়াদিল্লির আপত্তির তোয়াক্কা না করে উত্তরাখণ্ডের লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে তাদের অংশ হিসেবে দাবি করে নতুন মানচিত্র পেশ করেছে নেপাল।