বিশ্বভারতীর ভিতরে AVBP’র বৈঠক নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক

মিটিং-মিছিল তো দূরের কথা, অন্দরে প্রবেশ করতেও নিরাপত্তারক্ষীদের সম্মুখীন হতে হয় সমস্ত ছাত্রছাত্রীদের।

March 24, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ফাইল ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কবিগুরুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গৈরিকীকরণের চেষ্টা চালাচ্ছে বিজেপি। ফের এই অভিযোগ উঠল। বিশ্বভারতীর পাঠভবন এলাকায় এভিবিপি’র জেনারেল সেক্রেটারি ইয়াগেলকা শুক্লাকে ছাত্রদের সঙ্গে বৈঠক করার অনুমতি দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে কোনও ভোটাভুটি হচ্ছে না। কিন্তু রয়েছে সমস্ত ছাত্র সংগঠনই। তবে বর্তমানে বিশ্বভারতীর ভিতরে সমস্ত রকম রাজনৈতিক কার্যকলাপ বন্ধ। মিটিং-মিছিল তো দূরের কথা, অন্দরে প্রবেশ করতেও নিরাপত্তারক্ষীদের সম্মুখীন হতে হয় সমস্ত ছাত্রছাত্রীদের। সেখানে পাঠভবন এলাকায় এবিভিপির বৈঠকে শুরু বিতর্ক।

আগেও বারবার বিজেপির নানান কর্মসূচিকে কেন্দ্র করে বিতর্কের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবার বিশ্বভারতীর আশ্রম চত্বরে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির বৈঠককে কেন্দ্র করে উঠছে বহু প্রশ্ন। অন্যান্য ছাত্র সংগঠনের প্রশ্ন, “বিশ্বভারতীর সমস্ত বিষয়ে নিরাপত্তারক্ষীদের কড়া ভূমিকা দেখা যায়, শুধুমাত্র বিজেপির ছাত্র সংগঠনের আলোচনা চক্র বলেই কি এবার চুপ কর্তৃপক্ষ?”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen