দেশে বাক স্বাধীনতার পক্ষে সওয়াল বাংলার রাজ্যপালের, তুঙ্গে জল্পনা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতকাল অর্থাৎ রবিবার প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতার সঙ্গে কোনওরকম আপোষ হওয়া উচিত নয়। সম্প্রতি মোদী পদবি নিয়ে মন্তব্য করে সাংসদ পদ খুইয়েছেন রাহুল গান্ধী, তা নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। সেই আবহে রাজ্যপালের বাক স্বাধীনতা সম্পর্কিত মন্তব্যকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। রাজ্যপালের মন্তব্য ঘিরে নানা মহলে জল্পনাও শুরু হয়েছে।
মোদী আমলে দেশে বাক স্বাধীনতা বিরাট বড় প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে, এমনটাই অভিযোগ বিরোধীদের। বিরোধী দলগুলি বাক স্বাধীনতা প্রশ্নে বারবার মোদী সরকারের সমালোচনা করছে। সংবাদ মাধ্যমের উপরেও নানান সময় নানা আক্রমণ দেখা গিয়েছে। সদ্যই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ বাতিল হওয়ার পর, বিরোধী দলগুলি মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। অভিযোগ উঠছে, বিরোধীদের বাক স্বাধীনতা খর্ব করতেই এসব করা হচ্ছে। দেশজুড়ে আন্দোলনে নেমেছে বিরোধীরা। এই আবহে দেশে বাক স্বাধীনতার পক্ষে সওয়াল করলেন রাজ্যপাল। যদিও রাজ্যপাল তাঁর বক্তব্যর কোনও ব্যাখা দিতে চাননি। তাঁর এহেন মন্তব্যর সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতির কোনও সম্পর্ক আছে কি না সেই প্রশ্নর উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন। তবে রাজ্যপাল কেন এমন মন্তব্য করলেন, তা নিয়ে জল্পনা ঘনীভূত হচ্ছে।