প্রয়াত শিল্পী সুষেণ ঘোষ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবার বাংলার শিল্প জগতে নক্ষত্রপতন। মঙ্গলবার, শান্তিনিকেতনের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩।
রামকিঙ্কর বেজ ও বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের ছাত্র ছিলেন তিনি। তাঁদের প্রভাব ফুটে ওঠে শিল্পীর কাজের মধ্যে। এছাড়াও বিদেশি শিল্পীদের কাজও রসদ জুগিয়েছে সুষেণবাবুর ভাবনায়। সঙ্গীতের প্রতি তার ভালবাসা এবং দর্শনের পাঠের অভ্যাস তাঁর ভাস্কর্যেও ফুটে উঠত।
১৯৪০ সালে তাঁর জন্ম । লেখাপড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। আজীবন কলা ভবনেই অধ্যক্ষ ছিলেন শিল্পী। ভাস্কর্য বিভাগের অধ্যাপক, কলাভবন, বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে ফাইন আর্ট এবং কারুশিল্পে ডিপ্লোমা অর্জন করেন। ১৯৬৮ সালে শান্তিনিকেতনে তার প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ারকিছু দিনের মধ্যেই বিলেত পাড়ি দেন। ১৯৬৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের গোল্ডস্মিথ কলেজে আবার লেখাপড়া শুরু। ১৯৭০ সালে যখন দেশে ফিরে এসেছিলেন তিনি।